ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রাক্তন প্রেমিকার সঙ্গে ক্যামেরাবন্দী নেইমার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৫৫, ৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও অভিনেত্রী ব্রুনা মার্কেজিনের সম্পর্ক ভেঙেছিলো ২০১৪ সালেই। সে সম্পর্ক আবার জোড়া লেগেছিলো ২০১৬ সালে। সে সম্পর্ক আবার ভেঙেও গিয়েছিলো ২০১৭ সালে। কিন্তু ২০১৮!

গত বৃহস্পতিবার বান্ধবী ব্রুনা মার্কেজিনকে নিয়ে রিও ডি জেনিরোর লরা আলভিম থিয়েটারে নাটক দেখতে গিয়ে ক্যামেরাবন্দী হলেন পিএসজি ফরোয়ার্ড।     

লরা আলভিম থিয়েটারে নাটক দেখতে গিয়ে হাত ধরাধরি করে চলতে দেখা গেছে দুজনকে। ব্রাজিলিয়ান সুপারস্টারকে ফোকাস করে জ্বলে ওঠা ক্যামেরার ফ্ল্যাশ পাত্তা না দিয়ে একে অপরকে আলিঙ্গন করেছেন।

কিছুদিন আগেই শল্যবিদের ছুরির নিচে যেতে হয়েছিলো নেইমারকে। তাই আশঙ্কা করা হয়েছিলো, মাঠে ফিরতে নেইমারের তিন মাসের মতো সময় লাগতে পারে। কিন্তু অস্ত্রোপচারের পর পুনর্বাসনপ্রক্রিয়া ভালোভাবেই চলছে পিএসজি এ ফুটবল তারকার। কিছু দিন আগেই সুখবরটা দিলেন উনাই এমোরি। তিনি জানিয়েছিলেন, দু-তিন সপ্তাহ পরেই মাঠে ফিরতে পারেন নেইমার। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তার ফুরফুরে মেজাজে থাকাটাও জরুরি। তাই নেইমারকে নির্ভার রাখার ভারটা যেন মার্কেজিনের।

সূত্র: ডেইলি মেইল

একে//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি